তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বনসেমন্ত নবজাগরণ সংঘ এবং নিরাপদ সড়ক চাই ( লৌহজং) শাখার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম খানের সার্বিক সহযোগিতায় ও সভাপতিত্বে (২রা মে) শুক্রবার লৌহজংয়ের বনসেমন্ত ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যেখানে বিভিন্ন রোগের আট জন দেশবরেণ্য চিকিৎসক সাত শতাধিক রোগীদের মাঝে বিনামূলে ঔষধ ও চিকিৎসা প্রধান করেন। যেখানে নাক, কান, গলা, চর্ম, যৌন, এলার্জি, মেডিসিন, লিভার, গাইনি স্পেশালিষ্ট ছিল অন্যতম।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।