২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর জংগল ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

আওয়ামী লীগ আর কোনদিন বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। তিনি পালিয়ে যাওয়ার সময় শুধু তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে গেছেন, কিন্তু তার নেতাকর্মীদের কিছু বলে যাননি, তার পরেও কি আপনারা আওয়ামী লীগকে ভোট দিবেন। ফ্যাস্টিট আওয়ামী সরকার বিদায় নেওয়ার পর এদেশের মানুষ এখন সুষ্টু নির্বাচনের স্বপ্ন দেখছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার এদেশের মানুষের কাঙ্খিত ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে মানুষের ভোটের অধিকার হরন করেছিলো। দিনের ভোট রাতে করেছিলো, এখন মানুষ ভোট দিতে চায়। তাদের এই আশার প্রতিফলনের মধ্য দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করবেন।

শুক্রবার (০২ মে) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জংগল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরের তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে এক বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্যে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান এসব কথা বলেন।

জংগল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু হান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক কে এম আইনুল হাবিব, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হুমায়ুন কবির হিমু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সজল আহম্মেদ, বিএনপি নেতা মোঃ মহসীন খান প্রমুখ। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের রাজনীতি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা এক সঙ্গে কাজ করবো। তিনি বলেন দলীয় শৃংখলা ভঙ্গকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। দলীয় নীতি অনুসরণ করে দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন ইউসুফ বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আতিয়ার রহমান ও আবু হানিফ মোল্লা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top