মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ
তৈয়বুর রহমান মানিককে সভাপতি ও হামিদী বাবুকে সাধারণ সম্পাদক করে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ মেয়ে) বিকেলে নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।নব নির্বাচিত এ কমিটি ঘোষণা করেন করেন নীলফামারী প্রেসক্লাবের সহ সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান।
এতে মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল 24 জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবুল হোসেন, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান (মানিক), নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন.এম হামিদী বাবু, সহ সভাপতি সুজা মৃধা।