আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, ইলমী, আধ্যাত্মিক ও আরবী সাহিত্যের প্রথিতযশা আলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও বর্তমান প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা ‘ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচার’-এর বাংলাদেশ ব্যুরো চিফ, আধুনিক কওমী মাদ্রাসা শিক্ষা সংস্কার ও আদর্শ সিলেবাস প্রবর্তনে অগ্রণী ব্যক্তিত্ব, বহুগ্রন্থপ্রণেতা, পীরে কামেল শায়খুল হাদীস ওয়াল আদব, সুলতানুল উদাবা আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহ.) গত ২ মে দিবাগত রাত ১২টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১৮ এপ্রিল গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে কয়েকবার তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতের শেষ প্রহরে ইহকাল ত্যাগ করেন এই বরেণ্য আলিম।
মরহুম ছিলেন আল্লামা হারুন বাবুনগরী (রহ.), আল্লামা সাইয়িদ আবুল হাসান আলী নদভী (রহ.), হযরত বোয়ালভী সাহেব (রহ.) ও হ্নীলার সদর সাহেব (রহ.) সহ বহু আধ্যাত্মিক মহিরুহের খলিফা। আরবী ভাষা ও সাহিত্যে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম দিকপাল। একইসঙ্গে আধুনিক কওমি শিক্ষা ব্যবস্থার রূপকার হিসেবেও তাঁর অবদান অবিস্মরণীয়।
মরহুমের জানাজার নামাজ শনিবার (৩ মে) বিকাল ৪টায় জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা বিলম্ব না করার বিষয়ে তাঁর ওসিয়তের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই মহান আলেমের ইন্তেকালে গোটা দেশ ও কওমি অঙ্গন শোকে স্তব্ধ। আলেম সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, অনুসারী ও ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের ধর্মপ্রাণ মুসলিম জনতা এক যুগসন্ধিক্ষণের এ শোকাবহ বিদায়ে ব্যাপক শোক প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও খানকায় দোয়া-মাহফিলের আয়োজন করা হচ্ছে।