আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
ভূজপুরের কৃতি সন্তান, উদীয়মান তরুণ ছাত্রনেতা তারেকুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় কর্মপরিষদের ২০২৫-২৬ সেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এ অভূতপূর্ব সাফল্যে এলাকা জুড়ে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে।
তারেকুল ইসলাম ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পশ্চিম ভূজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ভূজপুর আল মাহাদুল ইসলামী বালক-বালিকা মাদ্রাসায়। এরপর ২০১০ সালে ভর্তি হন জামিয়া ইসলামিয়া ভূজপুর কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসায় এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা থেকে।
ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠনে সক্রিয় থাকা এই তরুণ নেতা নিজ উদ্যোগে ‘ভূজপুর নবজাগরণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ভূজপুর থানা শাখার তৎকালীন সভাপতি মুহাম্মদ হুসাইন এবং কেন্দ্রীয় নেতা মাওলানা এরশাদ বিন জালাল সাহেবের মাধ্যমে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। ২০২০ সালের কর্মী সম্মেলনে তাকে সভাপতি এবং মুহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে উত্তর জেলা ইসলামী ছাত্র সমাজের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে হাটহাজারীর এক রেস্টুরেন্টে আয়োজিত নবীন আলেম সংবর্ধনা ও কর্মী সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং বর্তমান তিনি উত্তর জেলা ইসলামী ছাত্র সমাজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ২০২৫-২৬ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়ে তিনি সংগঠনের দায়িত্বশীল মহলের আস্থা অর্জন করেছেন।
ছাত্র রাজনীতির পাশাপাশি তারেকুল ইসলাম বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি শাখার সক্রিয় কর্মী। এলাকায় তার রয়েছে সুদৃঢ় গ্রহণযোগ্যতা ও সুনাম। যে কোনো দুর্যোগ, বিপদ-আপদে তিনি সকলের পাশে ছুটে যান। তার এ নেতৃত্বগুণ এবং মানবিক কর্মকাণ্ড তাকে ভূজপুরবাসীর কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের এই নবনির্বাচিত সহ-সভাপতির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও এলাকাবাসী।