৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পশ্চিম শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৫, শনিবার দুপুরে ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল তালুকদার, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রেজাউল রহমান শাহীন এবং যুবদল সভাপতি মোঃ শাহিনুর রহমান কবির হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন নসু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন বাবলু মহাজন।

বক্তারা বলেন, “আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই কাউন্সিলের আয়োজন করেছি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলীয় কার্যক্রমকে গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য।”

সম্মেলনের শেষ পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নির্বাচনী ফলাফল পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান আয়োজকরা।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১৬ বছরের প্রেমের ইতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বিশ্ববিদ্যালয় ছাত্রী

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধিঃ আমতলী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এমএ ক্লাসের এক ছাত্রী সঙ্গে গত ১৬ বছর ধরে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাস প্রেমে জড়িয়ে পড়েন। ছাত্রীর

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বর্ষবরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বর্ষ বরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকাল

নীলফামারীতে ’উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’র তরুণদের সম্মাননা প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জনকে সম্মাননা প্রদান করেছে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’। শুক্রবার (২ মে) বিকেলে নীলফামারী সদর উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁহ

আল্লামা সুলতান যওক নদভী’র ইন্তেকালে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর শোক প্রকাশ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশে আরবি ভাষা ও সাহিত্যের অন্যতম কিংবদন্তি আলেম, চট্টগ্রামের দারুল মাআরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইন্তেকালে

Scroll to Top