নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধিঃ
জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না—এ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা এবং ক্ষতিপূরণ দিতে পারেনি সরকার।
তিনি আজ (শনিবার) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নেওয়া উচিত ছিল। তাকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা ও আমলারা দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করতে অপতৎপরতা চালাচ্ছে।
নগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, দফতর সম্পাদক মো. মিরাজ খান, নগর সহ-সভাপতি ডা. ইউসুফ আলী পাটোয়ারী, উত্তরের সাধারণ সম্পাদক মো. আরিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, খিলগাঁও থানা সমন্বয়কারী মো. সাব্বির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, পল্টন থানা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন ও ছাত্রমিশনের অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।