মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক বিশাল জনসভা।
শনিবার (০৩ মে) বিকাল ৩টায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন। ৮ নম্বর চাপিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গোলাম জিলানীর সার্বিক সহযোগিতায় এ জনসভা সফলভাবে আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান, সদস্য সচিব এফএম তারেক মুন্সি এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর।
সভাস্থলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মোঃ কাইয়ুম বাদশা, ফুরকান সরকার, জহর আলম, মোঃ এলিম, ফারুক মুন্সী, সবুর সরকার, রেজাউল ভূঁইয়া, জুয়েল ভূঁইয়া, করিম মেম্বার, শানু সরকার, গোলাম নবী সরকার, ইব্রাহিম, রোকনুদ্দিন, আরিফ মেম্বার, জালাল উদ্দিন, খোকন সরকার, আব্দুল রহিম, মোঃ জসিম, কাউছার আলম, মোঃ হাফিজ, মোঃ মামুন, মোঃ দিপু, মোঃ খায়রুল, আনিস, সবুজ, আশরাফুলসহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তৃণমূল থেকেই এই আন্দোলনকে জোরদার করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের অব্যবস্থাপনা, দমন-পীড়ন ও ভোটবিহীন শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।