৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সরাইল সদর উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল প্রতিনিধি

৩ মে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জনাব মশিউর রহমান খানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মোছাঃ নুরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি জনাব আইয়ূব খান, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আলী, ৭ নং সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার, সরাইল উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জনাব শফিকুল ইসলাম খন্দকার, বিএনপি নেতা জনাব মোঃ উসমান খান, জনাব মোঃ শাহীন খান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষক মন্ডলীগন তাদের বক্তব্যে বলেন একজন শিক্ষানুরাগী ব্যাক্তিকে সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে উনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব মশিউর রহমান খান বলেন আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম। তাই আমি বেশ ভালভাবেই জানি বিদ্যালয়ের কোন কোন সমস্যা সমাধানের মাধ্যমে গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়।
আমি আমার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক সংকটসহ সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে সরাইল সদর উচ্চ বিদ্যালয়টিকে সরাইল উপজেলার একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাঙ্গরায় কায়কোবাদের জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে সাইদুল হক ভূইয়ার সার্বিক সহযোগিতায় যোগদান

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি বাঙ্গরা বাজার থানা বিএনপির বিশাল জনসভায় অংশ নিতে ৮ নং চাপিতলা ইউনিয়নের পক্ষ থেকে সাইদুল হক ভূইয়ার নেতৃত্বে ও সার্বিক

১৬ বছরের প্রেমের ইতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বিশ্ববিদ্যালয় ছাত্রী

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধিঃ আমতলী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এমএ ক্লাসের এক ছাত্রী সঙ্গে গত ১৬ বছর ধরে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাস প্রেমে জড়িয়ে পড়েন। ছাত্রীর

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বর্ষবরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বর্ষ বরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকাল

নীলফামারীতে ’উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’র তরুণদের সম্মাননা প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জনকে সম্মাননা প্রদান করেছে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’। শুক্রবার (২ মে) বিকেলে নীলফামারী সদর উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁহ

Scroll to Top