খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল প্রতিনিধি
৩ মে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জনাব মশিউর রহমান খানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মোছাঃ নুরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি জনাব আইয়ূব খান, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আলী, ৭ নং সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার, সরাইল উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জনাব শফিকুল ইসলাম খন্দকার, বিএনপি নেতা জনাব মোঃ উসমান খান, জনাব মোঃ শাহীন খান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষক মন্ডলীগন তাদের বক্তব্যে বলেন একজন শিক্ষানুরাগী ব্যাক্তিকে সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে উনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব মশিউর রহমান খান বলেন আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম। তাই আমি বেশ ভালভাবেই জানি বিদ্যালয়ের কোন কোন সমস্যা সমাধানের মাধ্যমে গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়।
আমি আমার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক সংকটসহ সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে সরাইল সদর উচ্চ বিদ্যালয়টিকে সরাইল উপজেলার একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।