১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের পুরস্কারের আয়োজন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইসলামিক স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় ৩ মে ২০২৫, শনিবার উক্ত বিভাগ কর্তৃক এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের পুরস্কৃত করা হয় এবং তাদের ক্রীড়া দক্ষতার স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা শুধু ক্রীড়াক্ষেত্রেই নয় সকল ধরনের এক্সট্রা কারিকুলামে এগিয়ে রয়েছে। এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দায়িত্ববান ও বিশেষ নৈতিকতার অধিকারী যে কারনে তাদের ওপর যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে থাকে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সময়ে ইসলাম সম্পর্কে তর্ক-বিতর্কের সঠিক সমাধান প্রদানে এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাধারণ মানুষকে সচেতন করতে সক্ষম। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে তারা সমাজে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান করতে পারে। শুধু গতানুগতিক লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে, যেখানে সমাজে জীবনঘনিষ্ঠ সংশয় ও সংকট রয়েছে, সেখানে এই বিভাগের শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে গঠনমূলক ভূমিকা রাখবে।”

ইসলামিক স্টাডিজ বিভাগ স্পোর্টস ক্লাবের আহবায়ক ড. তারেক বিন আতিক, ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নাজমুল হাসান এবং ইনডোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থী তামান্ন সুলতানা বিশেষ অনুভূতি প্রকাশ করে বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “কেবলমাত্র ক্রিকেটেই নয়, ফুটবল, বিতর্কসহ সকল প্রকার প্রতিযোগিতায় আমাদের বিভাগের শিক্ষার্থীরা নিয়মিতভাবে চ্যাম্পিয়নশিপ অর্জন করে আসছে। ইনডোর গেমসেও আমরা শীর্ষস্থান ধরে রেখেছি। আরও উল্লেখযোগ্য হলো, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও এই বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় তাদের প্রাণচাঞ্চল্য ও সৃজনশীলতা বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। একই সাথে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, যাতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের সামর্থ্য পুরোপুরি বিকশিত করতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ইসলামিক স্টাডিজ বিভাগ সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, বহুমুখী প্রতিভার বিকাশ ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে এই বিভাগ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখতে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে। সীমিত সম্পদের মধ্যেও বিশ্ববিদ্যালয় ক্রীড়া কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করে থাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য, যাতে ভুল তথ্যের দ্বারা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি না হয়।”

এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।

চ্যাম্পিয়ন দলের সকল সদস্যবৃন্দ এবং ইনডোর গেমস চ্যাম্পিয়ন শিক্ষার্থীকে ব্লেজার পরিয়ে সম্মাননা জানানো হয়। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top