মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি
বাঙ্গরা বাজার থানা বিএনপির বিশাল জনসভায় অংশ নিতে ৮ নং চাপিতলা ইউনিয়নের পক্ষ থেকে সাইদুল হক ভূইয়ার নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় চাপিতলার নাজিম মার্কেটের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে ৮ নং চাপিতলা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হন ।
গতকাল দুপুরে আয়োজিত এই মিছিলটি শুরু থেকেই স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতা কর্মীদের দৃষ্টি কেড়ে নেয়। মিছিলটি শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে রাজপথজুড়ে ছড়িয়ে পড়ে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মুরাদনগরের সকলের প্রাণ প্রিয় নেতা ৫ বারের সংসদ সদস্য , একবারের সাবেক সফল ধর্ম প্রতিমন্ত্রী, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কায়কোবাদের কাছেও সাইদুল হক ভূইয়ার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসায় মুখর ছিল গোটা পরিবেশ।
সমাবেশস্থলে পৌঁছানোর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইদুল হক ভূইয়া মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই দাবিগুলো বাস্তবায়ন হলে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা সাবেক এমপি, সাবেক সফল ধর্ম প্রতিমন্ত্রী, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ যখন বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভার আহ্বান জানান, তখন আমি তার কর্মী হিসেবে সেই জনসভাকে সফল করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বিএনপির সমর্থীত জনসাধারনকে নিয়ে উপস্থিত হয়েছি । আজকের এই জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে— বাঙ্গরার মাটি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ঘাঁটি।”
সাইদুল হক ভূইয়া আরও জানান, “আমরা অতীতেও আমার প্রিয় নেতা সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কায়কোবাদের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি, এখনও করছি এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে কায়কোবাদের নেতৃত্বে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে বলেন ২৪ ছাত্র জনতার গনঅভ্যুত্থান যদি না হতো তাহলে আওমীলীগ আপনাকেও জেলে পাঠাইতো । আপনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন আমার আল্লাহ । অনতিবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মধ্যেমে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন ।
এসময় মিছিলে ৮ নং চাপিতলা ইউনিয়ন বিএনপির নেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, আহ্বায়ক কমিটির সদস্য মুরাদনগর উপজেলা যুবদল, আবদুল কুদ্দুস মেম্বার সাবেক সিনিয়র সহ – সভাপতি ইউনিয়ন বিএনপি, মোঃ তপন চৌধুরী ৮ নং চাপিতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মুরাদনগর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা ও বিএনপির সমর্থিত জনসাধারণ উপস্থিত ছিলেন।