মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম (তসির) হজ্জ যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শনিবার( ০৩ মে ) রাতে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম। অনুষ্ঠানে তোসিকুল ইসলাম তসির সুস্থতা, নিরাপদ হজ্জ পালন ও শুভ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব, দূরুল হোদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, রহনপুর ইউনিয়নের সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক নয়ন আলী, রাধানগর ইউনিয়নের সভাপতি মসিদুর রহমান ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমানসহ ৮টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তোসিকুল ইসলাম ( তসি) এর হাতে একটি স্মৃতিস্মারক উপহার তুলে দেওয়া হয়। গোমস্তাপুর উপজেলা কৃষক দল তাঁর সুস্থ, সুন্দর ও নিরাপদ হজ্জ পালনের দোয়া মোনাজাত করেন।