৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার ব্যস্ততা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার প্রক্রিয়া। মাঠজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা, কৃষক ও শ্রমিকরা সকাল-সন্ধ্যা পরিশ্রম করে জমি থেকে সোনালী ধান ঘরে তুলছেন। কেউ ধান কাটছেন, কেউ তা পরিবহণ করছেন আবার কেউ মাড়াই কাজে ব্যস্ত রয়েছেন।

উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হালিম জানান চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ধান কাটার কাজে কোনো বিঘ্ন ঘটেনি। একই সঙ্গে শ্রমিক সংকট না থাকায় সহজেই ফসল ঘরে তুলতে পারছেন তাঁরা। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাবে ।অপরদিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা জানায় গত ১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে শিলা বৃষ্টি কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু নায্য দাম পেলে সেই ক্ষতি কিছুটা কম হবে বলে জানান তারা I

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোমস্তাপুরে মোট ১৪,৭২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ধান ১৫ প্রকার এবং হাইব্রিড জাতের ধান ৭ প্রকার ধান রোপণ করা হয়েছে।

উল্লেখযোগ্য উফশী জাতের ধানের মধ্যে রয়েছে—জিরাশাইল, ব্রিধান-৩৬, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-২৯, ব্রিধান-১০২ ইত্যাদি। অপরদিকে হাইব্রিড জাতের মধ্যে জনকরাজ, সংকর, ন্যাশনাল-১, ময়না, টিয়া, এসএলএইটএইচ ও পারটেক্স-৩ এর চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি যাতে তারা তাদের কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারেন।

উপজেলার কৃষি বিভাগ ও কৃষক সমাজের প্রত্যাশা, এ বছর ধানের ভালো ফলনের পাশাপাশি বাজারেও ন্যায্যমূল্য নিশ্চিত হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চোরের দাপটে কাঁপছে মনোহরদী — ৪৮ ঘণ্টায় ১১ গরু লাপাত্তা!

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মইষাকান্দী গ্রামে দুই রাতের ব্যবধানে সংঘবদ্ধ চোরচক্রের হাতে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। এই

রেণু-পোনা পাচারে সক্রিয় পাঁচ আড়ত মালিক

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা নিধন চলছে অবাধে। উপজেলার ২০ ঘাটে পাঁচ আড়ত মালিকের

লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: পদ্মানদীর বালু মহালের পাবনার ঈশ্বরদী সীমানায় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী ৩টি ড্রেজার, বালু ভর্তি ২টি বড় নৌকা জব্দসহ ৪ শ্রমিককে

নলছিটিতে অটোরিক্সার সঙ্গে মাহেন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধসহ দুই জনের, গুরুতর আহত -২

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটিতে অটো রিক্সার সঙ্গে মাহেন্দ্রার(থ্রি হুইলার গাড়ি)সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রী এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এবং অপর দুই যাত্রী গুরুতর

Scroll to Top