মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামে এক মর্মান্তিক ঘটনায় তিনটি গর্ভবতী গাভী মারা গেছে এবং আরও দুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
জানা গেছে, মৃত ইদ্রিস আলীর ছেলে সাদেকুল ইসলাম সাদেক ঘোষ প্রতিদিনের মতো রোববার সকালে বাখোরলী বাজার থেকে কাঁচা ঘাস সংগ্রহ করে তার গরুগুলোকে খাওয়ান। ঘাস খাওয়ানোর কিছু সময়ের মধ্যেই গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে। পরে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দ্রুত যোগাযোগ করা হয়।
প্রায় এক ঘণ্টা পর ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন ঘটনাস্থলে পৌঁছে দেখেন, তিনটি গর্ভবতী গাভী ইতোমধ্যে মারা গেছে এবং আরও দুটি গাভী মাটিতে লুটিয়ে রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে অসুস্থ গাভীগুলোকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মৃত গাভীগুলোর মৃত্যুর কারণ জানতে আলামত সংগ্রহ করেন।
গাভীগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে, যা খামারির জন্য একটি বড় ধরনের আর্থিক ক্ষতি।
মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ডা. শাহাদৎ হোসেন বলেন, “অল্প বয়সী কাঁচা ঘাসে নাইট্রেটের পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত খাওয়ার ফলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছি। রিপোর্ট এলে নিশ্চিতভাবে কারণ বলা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রতি ঘাস খাওয়ানোর আগে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।