মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম।
রবিবার (০৪ মে) ভোরে জেলে মিয়া চানের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় করে উৎসুক জনতা। সেখানে উম্মক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা।
দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা বলেন, সকালে ধরা পড়া মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছি। আপাতত মাছটি ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, একটু বেশি দাম পেলেই মাছটিকে বিক্রি করা হবে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পানির স্তর কমে যাওয়ায় মাছগুলো খাদ্যের সন্ধানে পদ্মা ও যমুনার মোহনায় ঘোরাঘুরি করে। এ সময় তারা জেলেদের জালে ধরা পড়ে। মূলত নদীতে সরকারী নিষেধাজ্ঞা মানার কারণে এ জাতীয় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ ধরা পড়ার কারণে জেলে পরিবারে হাসি ফুটছে।
এরআগে গত শনিবার সকাল সাড়ে নয়টার সময় পদ্মার ও যমুনার মোহনায় ২৮ কেজি ওজনের বিশাল আকৃতির আরো একটি কাতল মাছ ধরা পরেছিলো।