মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় ডোমার ও ডিমলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।
এদিকে বেলা ১২টায় একই কর্মসূচি পালন করেছে ডোমার উপজেলা বিএনপি। ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন। তার জনপ্রিয়তার কারণে ১/১১ সময় ভিত্তিহীন মামলা দায়ের করা হয়। যদি তুহিন ভাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।