৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নাঈম সিরাজী,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।

উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) মুসফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান।

সভায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৫, ২৬ ও ২৭ বৈশাখ; এই তিনদিন ব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩টি গর্ভবতী গাভীর মৃত্যু, ২টি আশঙ্কাজনক অবস্থায়

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামে এক মর্মান্তিক ঘটনায় তিনটি গর্ভবতী গাভী মারা গেছে

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মুরাদনগর উপজেলা শাখার এক বছরের আংশিক কমিটি ঘোষণা

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি কুমিল্লা, ৪ মে ২০২৫ – বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর উপজেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নান্দাইলে দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলে ২০২৪-২০২৫ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকৃরণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স

লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহনে প্রতিনিধি বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীদের সামাজিক সুরক্ষা, অবাধ সুষ্ঠু নিরাপদ সাংবাদিকতার যথাযথ পরিবেশ প্রতিষ্ঠা ও দেশব্যাপী অব্যাহত সাংবাদিক নির্যাতন প্রতিরোধের দাবি নিয়ে

Scroll to Top