৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নীলফামারীতে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। গত ২৪ এপ্রিল সরকারি ভাবে বোরো চাউল ক্রয় অভিযান শুরু হলেও নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে আজ। রবিবার চাল ক্রয় শুরু করেছে নীলফামারী খাদ্য গুদাম।

৪ মে রবিবার দুপুরে নীলফামারী সরকারি সদর খাদ্য গুদামে আবুল কালাম আজাদ অটোরাইস মিলের চাল দিয়ে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সুত্রে জানা যায়, এবার কৃষক পর্যায়ে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ এবং মিলপর্যায়ে সেদ্ধ চালের দাম ৪৯ টাকা। এবছর নীলফামারী সদর উপজেলায় ১৬ হাজার ১ শত ৬৫ মে. টন চাল ও ১ হাজার ৭ শত ২ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলফামারী সদর এলএসডি মোঃ রাশেদুল ইসলাম খন্দকার। এছাড়াও আজিজুল হক অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আজিজুল হক, সামসুল হক রাইস মিলের মালিক সামসুল হক, নুহা অটো রাইস মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক ও আবুল কালাম অটো রাইস মিলের মালিক মনির হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম, বিশিষ্ট চাউল ব্যবসায়ী স্বপন কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান মুক্তি।

খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলফামারী সদর (ওসি-এলএসডি) মোঃ রাশেদুল ইসলাম খন্দকার বলেন, এ বছর নীলফামারী সদর উপজেলায় ১৬ হাজার ১ শত ৬৫ মে. টন চাল ও ১ হাজার ৭ শত ২ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরকার যে দর নির্ধারণ করেছে তা সন্তোষজনক। আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে মিলার ও কৃষকদের ইতিমধ্যে অবহিত করা হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে এ কর্মকর্তা জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, আবুল কালাম আজাদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন এর ৪৫ মে.টন চাল দিয়ে সংগ্রহ শুরু হয়েছে। এ ক্রয় অভিযান আগামী আগস্ট পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, সরকারি সংগ্রহের মূল লক্ষ্য হলো কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দর নিশ্চিত করা, বাজারদর নিয়ন্ত্রণে রাখা এবং সরকারি গুদামে পর্যাপ্ত মজুত গড়ে তোলা। দুর্নীতি বা হয়রানি এড়াতে কঠোর নজরদারির ব্যবস্থার কথা জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ফ্যাসিস্ট হাসিনার কুশপুতুলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হেফাজত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের স্ট্যান্ডে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুতুল ঝোলানোর ঘটনার সঙ্গে হেফাজতে

সাবেক এমপি তুহিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামী হলেন- নাসিরুল্লা বিশ্বাস (৪৫),

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, বিএনপি নেতার বাড়ীতে অগ্নিসংযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর পাংশায় পুর্ববিরোধের জেরধরে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাশিদুল পাংশা উপজেলার পাট্টা

Scroll to Top