মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় এখন প্রকৃতি যেন সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। রাস্তার পাশে সারি সারি সোনালু গাছ, আর তাতে ঝুলে থাকা ঝাড়বাতির মতো ফুলের গুচ্ছ—স্কুল শিক্ষার্থী ও পথচারীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে প্রতিমুহূর্তে।
দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে দীঘিনালা গার্লস স্কুলের সামনে দেখা মিলবে এই সোনালু ফুলের। এই গাছ মেইন রোডের পাশে হওয়ায় এ সৌন্দর্য উপভোগ করছে দীঘিনালা উপজেলা তিনটি স্কুলের শিক্ষার্থীরাও দীঘিনালা গার্লস স্কুলে ঢোকার মুখপথেই এই সোনালু ফুলের দোখা পাই শিক্ষার্থীরা ।
বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনীতে সোনালু ফুলে সেজে উঠেছে পুরো এলাকা। সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই সোনালি ফুলগুলো যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলছেন, “এমন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়, প্রতিদিনই কেউ না কেউ দাঁড়িয়ে ছবি তুলছে।”
সোনালু, যা ‘Golden Shower Tree’ নামেও পরিচিত, মূলত এপ্রিল-মে মাসে ফুল ফোটায়। দীঘিনালার এই ফুলের রাজত্ব এখন পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর এই সোনালি শোভা—সব মিলিয়ে দীঘিনালার রাস্তা যেন হয়ে উঠেছে এক স্বপ্নময় দৃশ্যপট।