৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

খোকসা কেন্দ্রীয় ঈদগাহ উন্নয়নে ইসলামী আন্দোলনের উদ্যোগ ২ লক্ষ টাকা প্রদান এমপি প্রার্থীর

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খোকসা-কুমারখালী আসনের হাতপাখা প্রতীকধারী এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খান খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়নমূলক কাজের জন্য ২ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন।

রবিবার ৪ ই মে বিকাল ৩ ঘটিকায় ঈদগাহ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই অনুদান হস্তান্তর করেন। ঈদগাহ এলাকার সৌন্দর্যবর্ধন ও মুসল্লিদের জন্য আরো সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতেই এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা থানা শাখা, মোঃ শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা থানা শাখা, মোহাম্মদ মিঠুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা থানা শাখা, মোহাম্মদ আনিসুর রহমান সোনা, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা পৌরসভা।

আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান ও ঈদগাহ আমাদের ঈমান ও ঐক্যের প্রতীক। এসব স্থানের উন্নয়ন শুধু সৌন্দর্য নয়, বরং আমাদের মূল্যবোধ ও সংস্কৃতিকে জাগ্রত রাখে। আমি সবসময়ই জনগণের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।

স্থানীয় ধর্মপ্রাণ জনগণ এমন মহতী উদ্যোগের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের উদ্যাগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ রা মে শনিবার বিকেলে জৈন্তাপুর ইউনিয়নের

পার- ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিএনপির বিশাল জনসভা

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক বিশাল জনসভা। শনিবার (০৩ মে)

ভূজপুরের তারেকুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ভূজপুরের কৃতি সন্তান, উদীয়মান তরুণ ছাত্রনেতা তারেকুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় কর্মপরিষদের ২০২৫-২৬ সেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এ

Scroll to Top