শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্লাটিনাম ফিটনেস (জিম) সেন্টারের আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছেন প্লাটিনাম ফিটনেস (জিম) সেন্টারের সদস্যরা।
রবিবার (০৪ মে) দুপুর ২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে প্লাটিনাম ফিটনেস (জিম) সেন্টারের প্রতিষ্ঠাতা মো.শফিউল্লাহ সুমনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা-টি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, প্লাটিনাম ফিটনেস (জিম) সেন্টারের সিনিয়র মেম্বার,ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,মো.তারেক ইবনে মজিব,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো.রনি রহমান,সাংবাদিক এইচ.আর. হাবিব, জিম ট্রেইনার এস.বি.সুমন, বডিবিল্ডার মো.আকিব প্রমুখ।
আনন্দ শোভাযাত্রায় মাদক কে না বলুন (জিম) কে হ্যাঁ বলুন এই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম ফিটনেস (জিম) সেন্টারকে সাজানো হয়েছে নতুন সাজে। প্লাটিনাম (জিম) সেন্টারের আনন্দ শোভাযাত্রায় শতশত সদস্যবৃন্দরা অংশ নেন এবং জিমের সকল সদস্য এবং অতিথিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো হয়।
প্লাটিনাম ফিটনেস (জিম) সেন্টারের প্রতিষ্ঠাতা মো.শফিউল্লাহ সুমন বলেন,জিম শুধু শরীল গঠনের জন্যই নয়,জিম মানষিক শারীরিক ও সুস্বাস্থ্যের সকল দিক ভালো রাখে। যুব সমাজকে মাদক থেকে রক্ষার এক অনন্য ভূমিকা রাখে।