নিজস্ব প্রতিবেদক:
সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। মাস হিসাবে এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় এই প্রবাহ বেড়েছে প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৪২ কোটি ডলার বেশি—প্রবৃদ্ধির হার ২৮ দশমিক ৩৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে—৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এবার এপ্রিল মাসে, আর তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছিল গত বছরের ডিসেম্বর মাসে।
গত অর্থবছরের পুরো সময়জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার, আর এবার প্রথম ১০ মাসেই তা ছাড়িয়ে গেছে।
উল্লেখযোগ্যভাবে, রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি রপ্তানি আয়েও ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এসব ইতিবাচক প্রবণতার ফলে টানা ২০ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে। এর আগে ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। পরে তা কমে সেপ্টেম্বরে নেমে আসে ২১ দশমিক ০৫ বিলিয়ন ডলারে। এরপর দীর্ঘ সময় ধরে রিজার্ভ ২২ বিলিয়নের নিচে অবস্থান করছিল।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে—৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার। সেখান থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে গত বছরের জুলাই শেষে এটি ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।