৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক:

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। মাস হিসাবে এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় এই প্রবাহ বেড়েছে প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৪২ কোটি ডলার বেশি—প্রবৃদ্ধির হার ২৮ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে—৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এবার এপ্রিল মাসে, আর তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছিল গত বছরের ডিসেম্বর মাসে।

গত অর্থবছরের পুরো সময়জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার, আর এবার প্রথম ১০ মাসেই তা ছাড়িয়ে গেছে।

উল্লেখযোগ্যভাবে, রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি রপ্তানি আয়েও ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এসব ইতিবাচক প্রবণতার ফলে টানা ২০ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে। এর আগে ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। পরে তা কমে সেপ্টেম্বরে নেমে আসে ২১ দশমিক ০৫ বিলিয়ন ডলারে। এরপর দীর্ঘ সময় ধরে রিজার্ভ ২২ বিলিয়নের নিচে অবস্থান করছিল।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে—৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার। সেখান থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে গত বছরের জুলাই শেষে এটি ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট করব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ =। সচিবালয়ে মঙ্গলবার সরকারি

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর মধ্যে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে এসেছে ৩,১০০ কোটি টাকার প্রস্তাব: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বিনিয়োগ

Scroll to Top