৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাবস্থার মধ্যেই এআই ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে যখন ভ্যাটিকানে চলছে আনুষ্ঠানিক শোকাবস্থা, তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি পোস্ট করে ক্যাথলিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছেন।

ছবিতে ট্রাম্পকে দেখা যায় পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক ও পাপাল টুপি পরে আঙুল উঁচিয়ে আছেন। রোববার (৪ মে) মার্কিন বার্তাসংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার রাতে ট্রাম্প ছবিটি পোস্ট করেন ট্রুথ সোশ্যাল-এ। পরবর্তীতে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও সেটি শেয়ার করা হয়।

যদিও এর আগে ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি ‘পোপ হতে পছন্দ করতেন’, কিন্তু তিনি নিজে ক্যাথলিক নন। এরপরও তিনি সম্প্রতি পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এই ছবি নিয়ে রোমান ক্যাথলিক বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। রোমে অবস্থানরত একাধিক কার্ডিনাল প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। ফিলিপাইনের কার্ডিনাল পাবলো ভার্জিলিও ডেভিড ফেসবুকে লিখেছেন, ‘এটা মোটেই মজার না, স্যার।’

নিউইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলান, যাকে ট্রাম্প ভবিষ্যৎ পোপ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন, এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘ভালো কাজ হয়নি।’ নিউইয়র্কেরই আরেক যাজক ফাদার জেরাল্ড মারে মন্তব্য করেন, ‘এটা হাস্যকর… এসব করা উচিত না।’

ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি একে বিশ্বাসীদের প্রতি অবমাননা বলে মন্তব্য করে বলেন, ‘এই ছবি বিশ্বাসীদের অপমান করে, প্রতিষ্ঠানের অবমাননা করে এবং দেখায় যে দক্ষিণপন্থি নেতৃত্ব কৌতুককে রাজনীতির স্থলে বসিয়েছে।’

প্রভাবশালী ইতালিয়ান দৈনিক লা রেপুবলিকা ট্রাম্পের আচরণকে ‘শিশুসুলভ’ বলে আখ্যায়িত করে লেখে, এটি একধরনের ‘প্যাথলজিক্যাল মেগালোম্যানিয়ার’ প্রকাশ।

সেন্ট পিটার্স স্কোয়ারে সিএনএন যখন মার্কিন পর্যটকদের প্রতিক্রিয়া জানতে চায়, তখন অনেকেই প্রকাশ্যে নাম বলতে না চাইলেও তাদের প্রতিক্রিয়া ছিল স্পষ্টভাবে নেতিবাচক। এদিকে ট্রাম্পের মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক্স-এ (সাবেক টুইটার) বলেছে, ‘এই ছবি নিয়ে কোনো বুদ্ধিমত্তা বা হাস্যরস নেই। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে বিদায় দিয়েছি, আর কার্ডিনালরা এখন নতুন পোপ নির্বাচনের গম্ভীর প্রক্রিয়ার প্রস্তুতিতে ব্যস্ত। আমাদের ধর্মকে বিদ্রূপ করবেন না।’

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ইতালি উড়ে গেছেন এবং তিনি ধর্মীয় স্বাধীনতা ও ক্যাথলিকদের পক্ষে দৃঢ় অবস্থানে আছেন।’

ট্রাম্পপন্থি অ্যাক্টিভিস্ট জ্যাক পোসোবিয়েক বলেন, ‘আমি নিজেই ক্যাথলিক। আমরা সবাই সারা সপ্তাহ ধরে পোপ নির্বাচন নিয়ে ঠাট্টা করেছি। একে বলে রসবোধ।’

উল্লেখ্য, এটি প্রথম নয় যে ট্রাম্প এআই-নির্ভর কনটেন্ট দিয়ে বিতর্কে জড়ালেন। এর আগে গাজাকে দুবাইয়ের মতো রিসোর্টে রূপান্তর করে নিজের সোনালি মূর্তি বসানো একটি ভিডিও পোস্ট করেও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এনসিপি নেতার ওপর হামলায় উত্তপ্ত রাজপথ, ছাত্রলীগকে দায়ী করল দলটি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।

গাজায় ফের ইসরাইলি হামলা, একদিনেই নিহত ৪০ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনেই আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। রোববার (৪ মে) তুরস্কভিত্তিক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের

Scroll to Top