শাহজাহান সাজু, কিশোরগঞ্জে প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে বায়জিদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু বায়জিদ উত্তর জালালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। নিহতের নিকট স্বজনদের কাছ থেকে জানা যায়, হঠাৎ করে দুপুরের দিকে বৃষ্টি নামলে বায়জিদের মা উঠানে শুকাতে দেওয়া ধান ঘরে তুলতে যান।
এ সময় শিশু বায়জিদ কান্না শুরু করলে মা তাকে একটি লিচু খেতে দিয়ে ধান সরাতে চলে যান। এরপর ফিরে এসে দেখতে পান, বায়জিদের মুখ কালো হয়ে গেছে এবং সে শ্বাস নিতে পারছে না। পরে পরিবারের সদস্যরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার নাদিম বলেন, শিশুটির গলায় লিচুর বিচি আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।