মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:
ক্ষুধার্ত কেউ যেন ফিরে না যান খালি হাতে”—এই অঙ্গীকারকে ধারণ করে মুরাদনগরে ব্যতিক্রমী এক কর্মসূচি চালু করেছে “মানব সেবায় মি.ফান” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘১০ টাকায় আহার’ নামে এই প্রকল্প ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই প্রকল্পের বিশেষত্ব হলো—মাত্র ১০ টাকায় পেট ভরে খাবার পাওয়া যায়। তবে এই মূল্য কেবল প্রতীকী। প্রকৃতপক্ষে, কেউ টাকা না দিলেও সম্মানের সঙ্গে খাবার গ্রহণ করতে পারেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের লক্ষ্য একটাই—কেউ যেন ক্ষুধার কাছে হার না মানে। আমরা চাই সবাই যেন সম্মানের সঙ্গে আহার করতে পারে। টাকা না থাকলেও আমরা কাউকে ফিরিয়ে দেই না।”
প্রতিদিন বহু নিম্নআয়ের মানুষ, দিনমজুর, পথচারী, এমনকি কর্মহীনরাও এই কর্মসূচির আওতায় খাবার পাচ্ছেন। খাবার সরবরাহে থাকছে ভাত, ডাল, তরকারি ও ডিম/মাংসের ব্যবস্থা, যা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করা হয়।
স্থানীয় মানুষের সহযোগিতা ও সংগঠনের সদস্যদের নিষ্ঠা এই প্রকল্পকে দিনদিন আরও সম্প্রসারিত করছে। মুরাদনগরের বিভিন্ন পয়েন্টে এখন এই আহার কেন্দ্র চালু হয়েছে।
স্থানীয় এক পথচারী জানান, “একসময় দুপুরে না খেয়ে কাজ করতাম। এখন এখানে ১০ টাকায় পেটভরে খেতে পারি। এই উদ্যোগটা যেন আশীর্বাদ।”
এই কর্মসূচি এখন আর কেবল খাদ্য বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি হয়ে উঠেছে এক মানবিক আন্দোলন, যা দয়া, ভালোবাসা ও সহানুভূতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মুরাদনগরের মানুষ এই উদ্যোগে পাশে থাকায় “মি.ফান” সংগঠনের স্বেচ্ছাসেবকরা আশাবাদী, সামনে আরও বড় পরিসরে এই প্রকল্প বিস্তার করা সম্ভব হবে।