নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আইন বিভাগে সম্প্রতি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতা। তার এই নিয়োগ ঘিরে শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
মৌমিতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং ২০২২ সালে ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। পারিবারিকভাবে তার রাজনৈতিক পরিচিতিও আছে—তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, বিইউপি শিক্ষার্থীদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাইয়ে মিরপুরে একটি আন্দোলন শুরু হয়, যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনে মীর মুগ্ধ ও জোবায়ের শহিদ নামের দুই শিক্ষার্থী নিহত হন।
মৌমিতার নিয়োগকে কেন্দ্র করে এনসিপি (ন্যাশনাল ক্যাম্পেইন ফর প্রোটেকশন) নেতাসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। সোমবার এনসিপির সংগঠক এবং বিইউপির সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মনসুর ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, “৫ আগস্ট জনগণ রায় দিয়েছিল এ দেশে কোনো লীগের অস্তিত্ব থাকবে না। অথচ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে বিইউপির শিক্ষক পদে পুনর্বাসন করা হলো।”
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, স্বচ্ছতা এবং অরাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি নতুন করে জোরালোভাবে উঠেছে।