আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ চলছে ১লা মে থেকে। চলবে ৩১শে মে ২০২৫ পর্যন্ত। এর ধারাবাহিকতায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় গোয়াইনঘাট বাজারে সোমবার (৫ মে) বিকাল ৫টায় ২০/২৫ জনের একটি টিম দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ পরিচালনা করে।
ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন যেভাবে নিরাপদ তেমনি নিরাপদ রাষ্ট্রীয় জীবন। ইসলামের এইসব সৌন্দর্য সাধারণ মানুষের মাঝে তোলে ধরা প্রত্যেক ইসলামি বিপ্লবের স্বপ্নদ্রষ্টাদের কর্তব্য। এই কর্তব্য পালনের নিমিত্তে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার দায়িত্বশীলগণ তাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাঠে ময়দানে কাজ করছেন।সাধারণ মানুষের মাঝে তোলে ধরছেন ইসলামের সুমহান আদর্শ, সৌন্দর্য ও মাহাত্ম্য। আপ্লূত হয়ে ইসলামী আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত হচ্ছে হাজারো সাধারণ মানুষ।
গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগে অংশগ্রহণ করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা কাজী শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, ইসলামি ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোনাল সদস্য মার্জানুল আযহার জুনেদ প্রমুখ।