মু আমিনুল ইসলাম তারেক, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাঁশবাড়ি গ্রামের জনাব মইজুদ্দির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু মারা যায় ও তিনটি ঘর পড়ে যায়। ঘটনাটি জানতে পেরে ছুটে যান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিয়ে এবং নির্দেশ দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান কে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য।
এ সময় তার প্রতিনিধিত্বে শ্রীপুর থানা আমীর মাওলানা নুরুল ইসলাম ও গাজীপুর ইউনিয়ন সভাপতি মোঃ আইয়ুব আলী সহ স্থানীয় সাংগঠনিক দায়িত্বশীলদের নিয়ে একটি টিম করে কিছু আর্থিক সহযোগিতা প্রদান ও সার্বিক খোঁজ খবর নেন। পক্ষান্তরে মহান রবের দরবারে ক্ষতিগ্রস্ত পরিবারের ধৈর্যধারণের জন্য দুহাত তুলে দোয়া করেন।