২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় এ্যাডঃ মাসুদ খন্দকারের ওপর হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ এর সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার ঘটনায় ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (৫ মে) রাত প্রায় সাড়ে ১১ টার দিকে শহরের নিজবাসায় দুরবৃত্তদের হামলা-ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙ্গুড়া উপজেলা,পৌরবিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করে।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,পাবনায় যারা এ্যাডঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে হত্যার চেষ্টা করেছে,তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর। হামলা-ভাংচুড়ের নিন্দা-প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,শহিদুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ,সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ শরীফ আহমেদসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতিদিনের মতো গতকাল সোমবার(৫মে)রাত এ্যাডঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বাড়ির চত্বরে নেতাকর্মিদের সাথে রাজনৈতিক আলাপ করছিলেন।আকস্মিক ভাবে রাত প্রায় ৮টার দিকে ৮-১০টি মোটর সাইকেলে আসা একদল দুর্বৃত্ত বাড়ির চত্বরে আলাপরত নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাথারী গুলি ও ককটেল নিক্ষেপ করে।এ সময় দুবৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নেতৃবৃন্দকে মারধর করলে ২৫জন নেতাকর্মি আহত এবং১৫টি মোটরসাইকেল ভাংচুর করে।এক পর্যাযে উপস্থিত নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top