নিজস্ব প্রতিবেদক:
অনেকটা সময় ধরে দেশের ফুটবল ছিল ক্রিকেটের আড়ালে। তবে প্রবাসী ফুটবলারদের আগমনে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ ফুটবল। মাঠে ফিরছে আগের সেই উন্মাদনা, ক্রিকেটের প্রাধান্যকে পেছনে ফেলে ক্রীড়াপ্রেমীরা এখন মনোযোগ দিচ্ছেন ফুটবলের দিকে।
এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচের মধ্য দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর। তার উপস্থিতিকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বেড়ে গেছে।
এই ম্যাচ ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরু করেছে প্রচারণা কার্যক্রম। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে জাতীয় দলের নতুন জার্সি প্রচার করা হচ্ছে। খুব শিগগিরই এই জার্সি সমর্থকদের কেনার জন্য বাজারে ছাড়া হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিটের জন্য ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ২০ মে’র মধ্যে টিকিট ছাড়া হতে পারে। প্রতিযোগিতা কমিটি থেকে বিভিন্ন মূল্য সংক্রান্ত প্রস্তাব এসেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফেডারেশনের সভাপতি। প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য টিকিটের দাম ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। তিনি আরও বলেন, এসব ম্যাচকে রাজস্ব আয়ের একটি ভালো সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
নতুন জার্সি প্রসঙ্গে ফাহাদ করিম জানান, প্রথমবারের মতো বাংলাদেশ একটি অ্যাওয়ে কিট প্রকাশ করেছে। এবার হোম কিট উন্মোচনের পালা। এটি যেন খেলার অন্তত দুই সপ্তাহ আগে বাজারে আসে, সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে। সমর্থকেরা যেন সেই জার্সি গায়ে দিয়ে মাঠে খেলা উপভোগ করতে পারেন, সেদিকেই লক্ষ্য ফেডারেশনের।
প্রসঙ্গত, সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে। সবকিছু ঠিক থাকলে উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।