নিজস্ব প্রতিনিধি:
নন-ক্যাডার কর্মকর্তাদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন বিধিমালার খসড়া তৈরি করেছে, যার ফলে কেউ আর দীর্ঘদিন একই কর্মস্থলে থাকতে পারবে না। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মীদের জেলা-উপজেলা পর্যায়ে বদলি করা যাবে।
২০১৮ সালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এমন নিয়োগবিধির প্রস্তাব উঠে এবং ধাপে ধাপে তা বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৩০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় আট সদস্যের একটি কমিটি গঠন করে, যাদের ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে নতুন এই বিধিমালার খবরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। মঙ্গলবার বিকেলে এক জরুরি সভায় সংগঠনের নেতারা এই প্রস্তাবনার তীব্র প্রতিবাদ জানান এবং প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বাদিউল কবীর এবং পরিচালনা করেন মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ। সভার পর সংগঠনের সহপ্রচার সম্পাদক মো. আরিফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ প্রশাসনের কর্মচারীদের সঙ্গে একীভূত করে অভিন্ন নিয়োগবিধি তৈরির মাধ্যমে সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির পথ রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সচিবালয়ের কর্মচারীদের ন্যায্য দাবিগুলো আজও উপেক্ষিত; অথচ নতুন আইন করে তাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত করার পরিকল্পনা জোরদার করা হচ্ছে। নেতারা বলেন, “এটি স্পষ্ট বৈষম্য ও শাস্তিমূলক বদলির পাঁয়তারা। সরকার যেখানে বৈষম্যহীন সমাজ গঠনের চেষ্টা করছে, সেখানে সচিবালয়ের ভেতরেই বৈষম্যের নতুন কৌশল নেওয়া হচ্ছে।”
পরিষদ দাবি করে, কিছু ‘ফ্যাসিস্ট কর্মকর্তা’ সরকারের ভাবমূর্তি নষ্ট ও কর্মচারীদের উসকে দেওয়ার চক্রান্ত করছেন। ৫ আগস্টের পর এসব কর্মকর্তা নিজেদের অবস্থান পাল্টে বিভ্রান্তিকর পরামর্শ দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—তৌহিদুর রহমান, মো. বাবুল আক্তার, মো. বিপুল, আবুল হোসেন, নুরুজ্জামাল, মিজানুর রহমান, বেলাল হোসেন, আরিফুর রহমান, শাহীন গোলাম রব্বানী, সাব্বির আহম্মেদ, রুহুল আমিন, আব্দুল কাদের, সোহেল রানা, শাহাদাৎ হোসেন, শামীম, রিপন মিয়া ও নাছিমুল আলমসহ আরও অনেকে।
সংগঠনটি ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতির পাশাপাশি ব্যাপক গণসংযোগের আহ্বান জানিয়েছে।