৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে হামলার ৩ দিন আগেই জানতেন মোদি: মল্লিকার্জুন খাড়গে

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ১৩ দিনের উত্তেজনার মাঝে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেছেন, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার আগাম বার্তা পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তবুও কেন্দ্রীয় সরকার সময়মতো কোনো পদক্ষেপ নেয়নি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, “তিন দিন আগেই গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। সেই তথ্য জানার পর তিনি নিজের কাশ্মীর সফর বাতিল করেন। অথচ হামলা ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।” টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের খবরে এমনটাই জানানো হয়েছে।

কংগ্রেস সভাপতির অভিযোগ, “গোয়েন্দা প্রতিবেদন ছিল, পরিকল্পনাও জানা ছিল। এরপরও ব্যর্থতা কেন? কেন আগেভাগে ব্যবস্থা নেওয়া হলো না?” তিনি আরও বলেন, “এই ব্যর্থতার দায় কেন্দ্রকে নিতে হবে।”

এই পরিস্থিতিতে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো ভারতজুড়ে বিশাল আকারে যুদ্ধের মহড়া শুরু হয়েছে। সোমবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের প্রতিটি রাজ্য, শহর ও গ্রামে শুরু হয়েছে সিভিল ডিফেন্স মহড়া, যা চলবে ৯ মে পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন চার লাখেরও বেশি স্বেচ্ছাসেবক, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের সঙ্গে যুক্ত।

এর মধ্যে সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, সোমবার রাতেও টানা দ্বাদশ দিনের মতো নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলিতে উত্তপ্ত ছিল ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের চেষ্টা করা হলেও বাস্তব অবস্থায় তেমন পরিবর্তন আসেনি। বরং দুই দেশের মধ্যে সংকট আরও তীব্র হয়েছে।

পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার অভিযোগ করেছেন, “ভারতের বর্তমান পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া এই অঞ্চলে টেকসই শান্তি সম্ভব নয়।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সতর্ক করে বলেছেন, “ভারত যেকোনো সময় এলওসি বরাবর অভিযান চালাতে পারে। কাশ্মীরের হামলার পর পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে।”

পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি পাকিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, তাহলে তার জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বেন গুরিয়নে হুথি হামলার পর ওমানের গ্র্যান্ড মুফতির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক:ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের এই গোষ্ঠীকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন

মস্কোতে ইউক্রেনীয় ড্রোন হামলা, বিমানবন্দর বন্ধ, কুরস্কে বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার রাজধানী মস্কোতে গত দুই দিন ধরে টানা ড্রোন হামলার মুখে পড়েছে। ইউক্রেনীয় বাহিনী এই হামলাগুলি চালিয়েছে, যার ফলে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর

গাজায় শিশুর চোখের আলো হারিয়ে যাচ্ছে যুদ্ধের হানায়

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের ২৫ তারিখে গাজার বেইত লাহিয়ায় সাত বছর বয়সী মোহাম্মদ হিজাজি খেলতে বের হয়েছিলেন। তবে সেইদিনের সকাল ছিল অন্যসব দিনের মতো না।

গাজার পূর্ণ দখলের পরিকল্পনায় ইসরাইল, নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গাজার পুরো ভূখণ্ড (৩৬৫ বর্গকিলোমিটার) দখলের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। পরিকল্পনায় গাজা

Scroll to Top