নিজস্ব প্রতিনিধি:
শুরুটা ভালো না হলেও টপ অর্ডারের ভিত্তিতে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস গড়ে তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩৪৪ রানের বড় সংগ্রহ গড়েছে টাইগাররা।
টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ওপেনিং জুটি বেশিক্ষণ টেকেনি। পারভেজ হোসেন ইমন মাত্র ৮ রান করে ফিরে যান, দলের রান তখন ১২। এরপর মোহাম্মদ নাইম ও এনামুল হক জুটি গড়ে তোলে ৭৬ রান। এনামুল ৩৯ রানে আউট হলে ৮৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। নাইমও ৪১ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন।
সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে গড়েন ২২৫ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। ১০১ বলে সেঞ্চুরি তুলে নেন নুরুল, ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৭টি ছক্কায়। তিনি করেন ১১২ রান। অপরদিকে, অঙ্কন ১০৮ বলে ১০৫ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ৫টি ছক্কার মার।
নুরুল-অঙ্কন জুটির অবসানের সময় বাংলাদেশের রান তিনশ পার হয়ে যায়। এরপর মোসাদ্দেক হোসেনের ছোট্ট ক্যামিও (১৩ রান) দলের স্কোর পৌঁছে দেয় ৩৪৪ রানে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের মধ্যে ক্রিস্টিয়ান ক্লার্ক ৭১ রান দিয়ে দুটি উইকেট পান। এছাড়া জাকারি ফলকেস ও আদিত্য অশোক নেন একটি করে উইকেট।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ছিল সিরিজ রক্ষার লড়াই নিউজিল্যান্ডের জন্য। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ মে, সিলেটে।