রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’-এর চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত।
বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এই গ্রেফতারের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিলেন বৈষম্যবিরোধী কর্মীরা। সে সময় আন্দোলনে বাধা দিতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।
এ ঘটনার পর ভ্যানচালক জব্বার আলী হাওলাদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানান, গত বছরের জুলাই-আগস্ট মাসে গুলশানে এক ভ্যানচালককে চিকিৎসা দিতে বাধা দেওয়া এবং পরে পায়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে।
এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।