ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয় ও আবাসিক সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির উদ্যোগে আজ ৭ মে ২০২৫ তারিখ, বুধবার উপাচার্য মহোদয়ের অফিস কনফারেন্স রুমে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এর সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচ.ডি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীরা তাদের আবাসন সংক্রান্ত সমস্যা ও অন্যান্য জরুরি বিষয়ে মতামত তুলে ধরেন। এসময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে বলেন, “শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী সম্পদ বরাদ্দ নিশ্চিত করা গেলে এসব সমস্যার সমাধান সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন যে, ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পেরআওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এছাড়াও, ইউজিসির বিভিন্ন প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচ.ডি. তাঁর বক্তব্যে বলেন, “প্রচলিত কাঠামো ভেঙে পরিবর্তন আনার জন্য আমাদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি ইউজিসির বাজেটের বাইরেও বিভিন্ন প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।