আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে একটি প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩৫) নামে এক সিএনজি চালক প্রাণ হারিয়েছেন। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চঙ্গভাঙ্গা এলাকার একটি কালভার্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলে ছিটকে পড়েন শাহিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী থেকে হাতিরদিয়া অভিমুখে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শাহিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করে, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা সম্পর্কে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় এলাকাবাসী বলেন, চঙ্গভাঙ্গা কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এখানে গত বছরেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন স্থায়ী ব্যবস্থা নেয়া হয়নি। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
শাহিনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা আজ বিকেলে নিজ গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।