মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহনে প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই সম্মেলনের মাধ্যমে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপি নতুন নেতৃত্ব ও নতুন গতি পাবে।”
বিশেষ অতিথি হিসেবে ছিলেন:
সাদেক মিয়া জান্টু, আহ্বায়ক, পৌর বিএনপি
শফিউল্লাহ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি
অধ্যাপক মোঃ ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি
মোঃ ফয়সাল তালুকদার,যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি
প্রফেসর মোঃ রেজাউল রহমান শাহীন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল
কবির হাওলাদার, সভাপতি, উপজেলা যুবদল
বক্তারা বিগত সরকারের দুর্নীতি, স্বৈরতান্ত্রিকতা এবং গণতন্ত্র হরণের বিষয়ে আলোচনা করেন।
সম্মেলনে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকাজুড়ে ছিল দলীয় স্লোগান ও জনসমাগমের জোয়ার।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলদের কাছ থেকে ভোট গ্রহণ করা হয়,পরে ফলাফল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হবে বলে জানানো হয়।