আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ হাসান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবং হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউছুপ চৌধুরী, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ১০ মে তারিখের তারুণ্যের সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদানের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি