আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশে নির্ধারিত তিন নেতার ছবি ছাড়া অন্য কোনো নেতার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন আনা যাবে না। এ সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান — এ তিনজনের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাড়া অন্য কারও ছবি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সিদ্ধান্ত অমান্য করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, যেহেতু এটি একটি বিভাগীয় সমাবেশ এবং চট্টগ্রাম বিভাগজুড়ে কেন্দ্রীয় ও জেলার অনেক নেতা রয়েছেন — ফলে প্রত্যেকে যদি নিজেদের পছন্দের নেতার নামে ব্যানার ফেস্টুন নিয়ে আসে, তাহলে সমাবেশের মূল বার্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
নেতৃবৃন্দ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত খুবই প্রয়োজন ছিল। বিভাগীয় সমাবেশে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একমুখী প্রচার থাকা উচিত। স্থানীয়ভাবে কিংবা নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা তাদের জনপ্রিয় নেতার নামে প্রচারণা করতে পারেন। তবে বিভাগীয় সমাবেশের জন্য তিনজন নির্ধারিত নেতার ছবি ছাড়া কিছু আনা ঠিক নয়। এই উদ্যোগ সমাবেশের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে সহায়ক হবে।’
উল্লেখ্য, বিএনপির ঘোষিত এই বিভাগীয় তারুণ্যের সমাবেশে তরুণ ভোটার, যুবসমাজ ও ছাত্রসমাজের বিপুল উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগজুড়ে ব্যাপক প্রস্তুতি ও মিছিল-মিটিংয়ের মাধ্যমে সমাবেশমুখী পরিবেশ তৈরি হয়েছে।