মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি
২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে সংঘটিত ঐতিহাসিক ছাত্র আন্দোলন তথা এশিয়ার সর্ববৃহৎ কিশোর বিদ্রোহ থেকে গঠিত সংগঠন “নিরাপদ সড়ক আন্দোলন” -এর কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত ও সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মীর মাহদী আল মানছুর কে সভাপতি, সহিদুল ইসলাম সবুজ এবং মাসুদ রানাকে সিনিয়র সহ-সভাপতি , ইয়াছিন আরাফাতকে সাধারণ সম্পাদক এবং নাহিদুল আলম (অনিক) কে সিনিয়র সহ সাধারন সম্পাদক সহ কাজী শাহেদুল ইসলাম তানিম কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও কমিটিতে কুমিল্লা জেলার জেলার তরুণ, সচেতন ও সমাজকর্মী শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। মোট ২৭ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয় আগামী ৬ মাসের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার জন্য।
নতুন কমিটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে কুমিল্লা জেলার বিভিন্ন সচেতনতামূলক স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেছে।