শাহ আলম কৌশিক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গর্ভবতী স্ত্রীকে অটোরিক্সায় করে নিয়ে আসছিলেন স্বামী। হাসপাতালের পথে এগোচ্ছিলেন সন্তান প্রসবের জন্য। কিন্তু পথিমধ্যে অটোরিক্সায় সন্তানের জন্ম দেন মা। এ অবস্থায় তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। ভর্তি করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে। তবে বর্তমানে দুইজনই আশঙ্কামুক্ত। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার কাকনহাটি হাসপাতালে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিক্সায় জন্ম নেওয়া সন্তানের পিতার নাম মাওলানা আবু তাহের। আবু তাহেরের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরি গ্রামে।
আবু তাহের জানান, অটোরিক্সায় তাঁর মেয়ে সন্তানের জন্ম হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদিয়া আক্তারের প্রসববেদনা ওঠে। শ্বশুরবাড়ি জাটিয়া থেকে স্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই অটোরিক্সায় মেয়ে সন্তানের জন্ম হয়। ঘড়িতে তখন ১০:০২ মিনিট। তবে মা ও সন্তান দুইজনই আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওইফ অনামিকা দাস জানান, প্রসূতি মা ও নবজাতককে সার্বক্ষণিক খেয়াল রাখা হচ্ছে। মা ও শিশু এখন ভালো আছেন। ভাঙ্গা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনির ফলেই এনটা হতে পারে বলে জানান তিনি।