মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
“On the Side of Humanity – মানবতার পাশে, একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে (বৃহস্পতিবার) খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস। যুব রেডক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দীঘিনালা বাজার ঘুরে অগ্নিকাণ্ড-সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং পরে যুব রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে গিয়ে শেষ হয়।
এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার এসআই আলাউদ্দিন, ফায়ার সার্ভিস প্রতিনিধি রুবেল, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. বদিউজ্জামান জীবন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা, প্রেসক্লাব প্রতিনিধি সোহানুর রহমান, এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সাবেক দলনেতা সুমন চন্দ্রনাথ প্রবীর এবং হাসান মোর্শেদ রিফাত।
সভায় বক্তারা রেডক্রিসেন্টের বিশ্বব্যাপী মানবিক অবদান, বিশেষ করে যুদ্ধ, দুর্যোগ, অগ্নিকাণ্ড ও রক্তদানের মতো সেবামূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। সংকটের সময় এই সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা অনুকরণীয়। দীঘিনালা ইউনিটের স্বেচ্ছাসেবকরাও সবসময় সেবা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে—এটা অত্যন্ত প্রশংসনীয়।
সভায় সভাপতিত্ব করেন দলনেতা মো. জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে দিবসটির তাৎপর্য স্মরণ করা হয়, যা রেডক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।