৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দীঘিনালায় আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস উদযাপন

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

“On the Side of Humanity – মানবতার পাশে, একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে (বৃহস্পতিবার) খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস। যুব রেডক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি দীঘিনালা বাজার ঘুরে অগ্নিকাণ্ড-সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং পরে যুব রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে গিয়ে শেষ হয়।

এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার এসআই আলাউদ্দিন, ফায়ার সার্ভিস প্রতিনিধি রুবেল, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. বদিউজ্জামান জীবন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা, প্রেসক্লাব প্রতিনিধি সোহানুর রহমান, এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সাবেক দলনেতা সুমন চন্দ্রনাথ প্রবীর এবং হাসান মোর্শেদ রিফাত।

সভায় বক্তারা রেডক্রিসেন্টের বিশ্বব্যাপী মানবিক অবদান, বিশেষ করে যুদ্ধ, দুর্যোগ, অগ্নিকাণ্ড ও রক্তদানের মতো সেবামূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। সংকটের সময় এই সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা অনুকরণীয়। দীঘিনালা ইউনিটের স্বেচ্ছাসেবকরাও সবসময় সেবা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে—এটা অত্যন্ত প্রশংসনীয়।

সভায় সভাপতিত্ব করেন দলনেতা মো. জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে দিবসটির তাৎপর্য স্মরণ করা হয়, যা রেডক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চাকুরীর দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক গ্রেফতার

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য সাইদুর রহমান বিপ্লব কে গ্রেপ্তার

খোকসায় ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পুঃ, খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুরে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত: শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় গর্ভনিং বডির সদস্য ক্বারী হাসান আলী কর্তৃক দারুননাজাত তাখসীসি মাদরাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদকে লাঞ্ছনার

বগুড়ায় পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি পলিথিন জব্দ

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার রাজা বাজার এলাকার রওশন মার্কেটের পাঁচটি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত

Scroll to Top