৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতীয়তাবাদী ওলামা দল হাটহাজারী উপজেলার আহ্বায়ক কমিটি গঠন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

“তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান”

৮ মে (বৃহস্পতিবার) বাদ মাগরিব হাটহাজারীর আল আমিন হাশেমী রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল হাটহাজারী উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আবছার আনছারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমিরউদ্দীন বিন নূরী এবং প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রফিক উল্লাহ হামিদী, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুশ শুক্কুর মেম্বার এবং ফটিকছড়ি উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাওলানা আসগর সালেহী।

অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী ওলামা দল হাটহাজারী উপজেলার ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হন মৌলানা নাছির আহমদ। সদস্য হিসেবে আছেন গাজী আজিজ, মৌলানা ইয়াহিয়া, মৌলানা মোহাম্মদ সরওয়ার ও মৌলানা আবু জাফর।

কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে বক্তারা আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও ওলামা সমাজকে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে এনসিপি ও সমমনা দলগুলোর অবরোধ, স্থবির রাজধানী

নিজস্ব প্রতিনিধি:আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ। শুক্রবার (৯

গোমস্তাপুরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতার অপকর্মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ তুহিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লব ও গোমস্তাপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জোবায়ের আহমেদের রহনপুর ইউনিয়নের মচকইল ও

জাতীয়তাবাদী ওলামা দল ফটিকছড়ি উপজেলা কমিটি গঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বৃহত্তর ফটিকছড়ি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৮ মে

বিএনপি’র পলোগ্রাউন্ডের বিভাগীয় সমাবেশে নির্ধারিত তিন নেতার ছবি ছাড়া ব্যানার-ফেস্টুন নিষিদ্ধ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশে নির্ধারিত তিন নেতার ছবি ছাড়া অন্য কোনো নেতার ছবি

Scroll to Top