৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারতের ড্রোন হামলায় স্থগিত পিএসএল, দেশে ফিরতে চান রিশাদ-রানা

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান তারা।

বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলার কারণে পিএসএলের ওই দিনের দুটি ম্যাচ বাতিল করে আয়োজকরা।

লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে এবং তরুণ পেসার নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন।

হামলার পরপরই তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে দেখা করে দ্রুত দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। শুধু রিশাদ ও রানা নন, আরও কয়েকজন বিদেশি খেলোয়াড়ও একই অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানায়, রিশাদ ও নাহিদ উভয়েই নিরাপদে রয়েছেন। তবে তারা ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দেশে ফিরতে চান।

ভারতের এই ড্রোন হামলার পর পিএসএলের ভবিষ্যৎ কিংবা বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চীনা জে-১০ দিয়ে ভারতীয় রাফালসহ দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তার

পাকিস্তানের পালটা হামলায় ৪০-৫০ ভারতীয় সেনা নিহতের দাবি

নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পালটা অভিযানে অন্তত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির তথ্য ও সম্প্রচার

হত্যা মামলার আসামি হয়েও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, শুরু হয়েছে তুমুল সমালোচনা

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলার আসামি হয়েও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। তিনি

যুদ্ধাবস্থার জেরে পাকিস্তান সুপার লিগ স্থানান্তর, আরব আমিরাতে হবে বাকি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে যুদ্ধাবস্থার ফলে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Scroll to Top