আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
গণহত্যা, গুম, দুর্নীতি, টাকা পাচার ও দেশের স্বার্থ বিক্রির অভিযোগে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে নিষিদ্ধের দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ডাকবাংলো চত্বরে ‘ছাত্র-জনতার মঞ্চ’ ব্যানারে এ বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির। আরও বক্তব্য দেন মাওলানা মীর ইদরিস, মাস্টার আহসান উল্লাহ, মাওলানা আসাদুল্লাহ এবং ওজাইর আহমদ হামিদী।
বক্তারা বলেন, “পিলখানা হত্যা, শাপলা চত্বরের গণহত্যা, আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন, গুম, হত্যা, টাকা পাচার ও জাতীয় স্বার্থ বিক্রিসহ অসংখ্য অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।” সমাবেশ শেষে বিশাল মিছিল ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে হাটহাজারী বাসস্ট্যান্ড, কলেজ রোড হয়ে বড় মাদরাসা চত্বরে এসে শেষ হয়। মিছিল-সমাবেশে বিভিন্ন মাদরাসা ছাত্র, জনতা ও এলাকার নাগরিকরা অংশ নেন।
বক্তারা আগামী দিনেও এমন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।