৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের শাসনামলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গড়ে তোলা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার (৯ মে) অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে এক বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

সরকারি বিবৃতিতে আরও জানানো হয় যে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে উল্লেখ করা হয়, “আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে থাকা দলগুলোকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “আন্দোলনরত দলগুলোকে ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে। ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।”

এছাড়া মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার।

আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, “ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সরকার তা অবগত রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।”

রাজনৈতিক অঙ্গনে এ ধরনের কঠোর অবস্থান স্পষ্ট হওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন,

ভূজপুরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল

সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে বিএনপি ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন

বিক্ষোভের নামে লুটপাট ‘ছোটলোকি’: আজহারি

নিজস্ব প্রতিবেদক: বিক্ষোভের নামে লুটপাটকে ‘নিতান্তই ছোটলোকি’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে

Scroll to Top