আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
বিনা বিচারে গণহত্যাকারী আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ে শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, সহস্রাধিক শহিদের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল রক্তাক্ত গণ-অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অথচ নজিরবিহীন জনসমর্থন থাকা সত্ত্বেও শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধের বিষয়ে সরকার গড়িমসি করছে। তারা বলেন, আমরা মানবতার শত্রু আ’লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দ্রুত নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ ছাত্র-জনতা রাজপথ আঁকড়ে থাকবে।
নেতারা আরও বলেন, শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তারা বলেন, ভারতের এজেন্ট আ’লীগ সুযোগ পেলে আবারও দমন-পীড়ন চালাবে। অতীতেও তারা তওবার নাটক করে আবার ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে জিম্মি হয়ে পড়েছিল। সেসব অন্যায় ও ইতিহাস নতুন প্রজন্মসহ জাতি ভুলেনি।
সবশেষে হেফাজতের শীর্ষ নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনুন। অন্যথায় জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে তার দায় সরকারকেই নিতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।