৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আ’লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বিচারের দাবি হেফাজতে ইসলামের

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

বিনা বিচারে গণহত্যাকারী আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ে শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, সহস্রাধিক শহিদের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল রক্তাক্ত গণ-অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অথচ নজিরবিহীন জনসমর্থন থাকা সত্ত্বেও শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধের বিষয়ে সরকার গড়িমসি করছে। তারা বলেন, আমরা মানবতার শত্রু আ’লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দ্রুত নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ ছাত্র-জনতা রাজপথ আঁকড়ে থাকবে।

নেতারা আরও বলেন, শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তারা বলেন, ভারতের এজেন্ট আ’লীগ সুযোগ পেলে আবারও দমন-পীড়ন চালাবে। অতীতেও তারা তওবার নাটক করে আবার ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে জিম্মি হয়ে পড়েছিল। সেসব অন্যায় ও ইতিহাস নতুন প্রজন্মসহ জাতি ভুলেনি।

সবশেষে হেফাজতের শীর্ষ নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনুন। অন্যথায় জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে তার দায় সরকারকেই নিতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১১

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১১ জন । শুক্রবার (৯ মে ) আনুমানিক রাত ৮ঃ০০ টার দিকে আড্ডা টু রহনপুর সড়কের

বিয়ে বাড়ীতে মহুর্তেই শোকের ছায়া: রাজবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে প্রনয় সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার

খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোটরসাইকেল আরোহী

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুর ১:২০ মিনিট খোকসা বাসস্ট্যান্ড সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মোঃ সাগর হোসেন (৫৫), পিতা- সাখাওয়াত

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু নির্মাণে ব্যয় নির্ধারন ১৭ হাজার কোটি টাকা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু নির্মিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ

Scroll to Top