নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরোয়ানা নিয়ে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় অভিযান চালানোর পর ভুল বুঝতে পেরে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এসআই আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) তেজগাঁও থানার এসআই আকরামের নেতৃত্বে একটি দল রাজধানীর শাহিনবাগ এলাকায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে গিয়ে সুমনের বাসায় পৌঁছায়। সুমনের পরিবার ও মানবাধিকারকর্মীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশ দলের সদস্যরা সদ্য ডিএমপিতে যোগ দিয়েছেন। তারা জানতেন না এটি গুম হওয়া বিএনপি নেতা সুমনের বাসা। এই ভুলের জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আমরা সংবেদনশীল, এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারদের প্রতি ডিএমপি সহমর্মিতা জানাচ্ছে। তাদের নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হন। এর পর থেকে তার পরিবার—বিশেষত বোন সানজিদা ইসলাম তুলি ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্ম থেকে গুম বিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছেন। তিনি জানান, আগেও এমন হয়রানির শিকার হয়েছেন তারা, তবে এতদিন পর আবারও একই রকম পরিস্থিতি মেনে নেওয়া কঠিন।
সানজিদা তুলি বলেন, “আমরা এত বছর ধরে যে অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে লড়ছি, তারই যেন একটি নির্মম স্মৃতি আবার ফিরে এলো। নিখোঁজ মানুষকে গ্রেপ্তারের নামে আবারো দরজায় পুলিশ—এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।”
এই ঘটনার পর নতুন করে গুম, মানবাধিকার ও রাজনৈতিক নিপীড়ন ইস্যুতে বিতর্ক শুরু হয়েছে।
আপনি কি চান এই বিষয়ে একটি ব্যাকগ্রাউন্ড প্রতিবেদন তৈরি করে দেওয়া হোক, যেখানে সুমনের গুম, পরিবারিক আন্দোলন ও সাম্প্রতিক ঘটনাগুলোর বিস্তারিত থাকবে?