নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ। শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে বক্তব্য দেন এবং বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। তিনি আরও উল্লেখ করেন, “এখান থেকেই তাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।”
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভ শুরু করে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকেলে সেখানে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকেই শাহবাগ মোড় অবরোধের ঘোষণা আসে।
শাহবাগ মোড়ের অবরোধে রাজধানীর কেন্দ্রীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীরা। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিলেও এখনো কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়টি ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে।