৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদসহ পিএসএলের বিদেশি ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক:

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঝপথেই সরিয়ে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় শুক্রবার (৯ মে) রাতেই পাকিস্তান ত্যাগ করছেন রিশাদ হোসেন, নাহিদ রানা সহ প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার।

গত মাসে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তান যান লেগস্পিনার রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির হয়ে তরুণ পেসার নাহিদ রানা। ইতোমধ্যেই পাঁচটি ম্যাচে অংশ নিয়েছেন রিশাদ। তবে টুর্নামেন্টে এখনো অভিষেক হয়নি নাহিদের।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলার পর নিরাপত্তা শঙ্কা চরমে পৌঁছায়। প্রাথমিকভাবে একটি ম্যাচ স্থগিত করা হয়। পরে পিএসএলের আয়োজকরা পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন, “ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। পাকিস্তানে থাকা দুই খেলোয়াড় রিশাদ ও নাহিদসহ সবার নিরাপদ প্রস্থানের বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি।”

ড্রোন হামলার ঘটনার পরপরই পিএসএলের বিদেশি ক্রিকেটাররা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় পিসিবি।

তবে পিএসএলের বাকি ম্যাচগুলো কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করেনি আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি পিএসএল কাভার করতে পাকিস্তানে থাকা দুই ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তার বিষয়েও নজর রেখেছে বিসিবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top